সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৫:৫১:৩২

এবার বেলুনে হুমকি পোস্টার মোদীকে

এবার বেলুনে হুমকি পোস্টার মোদীকে

আন্তর্জাতিক ডেস্ক: হুমকির শুধু চিঠি বা ফোনই আসে না। এবার বেলুনে হুমকি পোস্টার মোদীকে। ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইকের বদলা নেবই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উর্দুতে লেখা একাধিক পোস্টার সাঁটা  দুটি বেলুন পাওয়া গেছে পাঞ্জাবের দীননগরের ঘেসাল গ্রামে।

গত বছর দীননগর থানাতেই হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। হামলায় মৃত্যু হয় পুলিস সুপার সহ মোট আট জন পুলিসকর্মীর। গ্রামেরই এক বাসিন্দা শুক্রবার তাঁর বাড়ির কাছে পড়ে থাকতে দেখেন বেলুন দুটি। বেলুনে সাঁটা পোস্টারে আরও লেখা ছিল, মোদীজি, আয়ুব কী তলোয়ার আভি ভি হামারে পাস হ্যায়। ইসলাম জিন্দাবাদ।-জিনিউজ

০৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে