সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৯:২৯:২০

সরকারবিরোধী বিক্ষোভে ইথিওপিয়ায় নিহতের সংখ্যা ৫২ নাকি ৩০০?

সরকারবিরোধী বিক্ষোভে ইথিওপিয়ায় নিহতের সংখ্যা ৫২ নাকি ৩০০?

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় সরকারবিরোধী এক বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের পর ছোটাছুটি করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিক্ষোভকারীরা দাবি করেছে তাদের প্রায় ৩’শ জন পদপিষ্ট হয়ে মারা গেছে।

রোববারের এই বিক্ষোভে বহু মানুষ অংশ নিয়েছিল। এই হতাহতের জন্য তারা সরকারকেই দায়ী করছে। সরকারের পক্ষ থেকে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

ইলিয়াস নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমিও আজ হয়তো সেখানেই মারা যেতাম। তবে অনেকেই ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বেশ কয়েকজন সেখানে ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিল। এটা সত্যিই খুব ভয়াবহ ছিল।

বিক্ষোভের সময় স্বাধীনতা ও ন্যায় বিচার চেয়ে স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে