আন্তর্জাতিক ডেস্ক : আক্রান্ত হলে পরমাণু অস্ত্রও ব্যবহারের পাকিস্তানি হুমকির পর পরমাণু সংস্থার বিজ্ঞানীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম জানিয়েছে পাকিস্তানের আচমকা যে কোনও পরিস্থিতির যোগ্য জবাব যাতে ভারত দিতে পারে, সেজন্যেই আগাম প্রস্তুতি নিচ্ছে মোদি সরকার।
সম্প্রতি পাকিস্তান নাকি পরমাণু অস্ত্র নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন প্রশাসন এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আরও বলেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও অন্য সেনা অফিসাররা বিগত ১৫ দিনে বারংবার পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছেন। এটা আন্তর্জাতিক রীতি অনুযাগী গ্রহণযোগ্য নয়। বরং পাকিস্তান এভাবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্যই করছে। প্রসঙ্গত গতকাল মার্কিন প্রেসিডেন্ট পদের ডেমোক্রাট প্রার্থী প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টন স্বয়ং পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র জেহাদিদের হাতে চলে যেতে পারে। যদিও হুঁশিয়ারিকে কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারত। জানা গেছে, গত কয়েকদিনে ভাবা পরমাণু সংস্থার বিজ্ঞানীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা। মনে করা হচ্ছে, গবেষকদের সঙ্গে এই দীর্ঘ আলোচনাতে পরমাণু বিষয় নিয়েই আলোচনা হয়েছে। পাকিস্তানের আচমকা যে কোনও পরিস্থিতির যোগ্য জবাব যাতে ভারত দিতে পারে, সেজন্যেই আগাম প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার! মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম