আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরের গুজরাট উপকূল থেকে ৯ ক্রুসহ পাকিস্তানের একটি নৌকা আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করার তধা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে এই দাবি নাকচ করে দিয়েছে বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
পাকিস্তান কর্তৃপক্ষ এক ভারতীয় সৈন্য আটকের দাবির কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এই নৌকা আটকের কথা জানালেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের সমুদ্র উপকূল রক্ষায় নিয়োজিত জাহাজ সমুদ্র পাভাক পাকিস্তানি ওই নৌকা জব্দ ও তার নাবিকদের আটক করে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উইং কমান্ডার অভিষেক মাটিম্যান এক বিবৃতি বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে নৌকার আরোহীরা সবাই পাকিস্তানের মৎস্যজীবী বলে জানা গেছে। তারা অসতর্কতামূলক জলসীমা অতিক্রম করে ভারত অংশে ঢুকে পড়েছিল।
তবে পরবর্তী তদন্তের আগ পর্যন্ত তাদের পৌরবন্দরে আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ১৮ সৈন্য নিহতের পর পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে বহু 'জঙ্গি' নিহতের দাবি করেছে ভারত। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করে বলেছে, ভারতের উস্কানিমূলক হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে।
আরব সাগরে ভারত-পাকিস্তান প্রায়ই দুদেশের জেলেদের আটক করে থাকে। মূলত প্রযুক্তির অভাবে মৎস্যজীবীরা তাদের নৌকার আন্তর্জাতিকর জলসীমা অতিক্রমের বিষয়টি টের পান না বলে এমটি হয়ে থাকে।
সম্প্রতি পাকিস্তান করাচি জেল থেকে এ ধরনের ৩০০ জেলেসহ ৪০০ ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে।
তবে নতুন করে এই জেলেদের আটকের দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। 'রেডিও পাকিস্তান'-কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কোনো পাকিস্তানি নৌকা কিংবা জেলে নিখোঁজ নেই।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম