সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ১২:৫১:৩২

পূজা উপলক্ষ্যে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পূজা উপলক্ষ্যে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে একটি গান লিখেছেন। গানের কথা ‘এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস’।

গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। মমতার লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন পলক মুচ্চল।

একই সঙ্গে গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি। গানের ভিডিও প্রকাশ করা হয়েছে গত শনিবার (১ অক্টোবর)।

৪ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে ফুটে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে যে সাজসাজ রব পড়ে যায় তার আবহ। এছাড়া গানের কথায় ফুটে উঠেছে মানবতার কথা।
৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে