সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০১:০৮:২৪

এবার গুরুদাসপুরে জঙ্গি আতঙ্ক, ধরতে চিরুনি অভিযান

এবার গুরুদাসপুরে জঙ্গি আতঙ্ক, ধরতে চিরুনি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের উরির পর বারামুলায় ‘পাক জঙ্গি’রা হানা দিয়েছে রাতে। এদিকে একই রাতে পাঞ্জাবের গুরুদাসপুরে দেখা মিলল সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে। তাদের দেখামাত্রই গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তবে আশেপাশের গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি।

ঠিক উরি সেক্টরে আক্রমণের ধাঁচেই রবিবার রাতে বারামুলার রাষ্ট্রীয় রাইফেলসের ৪৬ নং ব্যাটেলিয়ন ক্যাম্পে হামলা চালায় পাক জঙ্গিরা৷ যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরা। খতম হয় ২ জঙ্গি৷ সেই আক্রমণের পরই গুরুদাসপুরে কিছু পাক জঙ্গির অনুপ্রবেশ টের পায় বিএসএফ৷ চকরি বর্ডার পোস্টের কাছে অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি চালান নিরাপত্তারক্ষীরা। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাল্টা গুলি চালিয়েছে জঙ্গিরা৷ তবে বিএসফ আইজি অনিল পালিওয়াল পরে জানান, জঙ্গিরা পাল্টা আক্রমণ করেনি। অনুমান করা হচ্ছে কাছাকাছি গ্রামে গা ঢাকা দিয়েছে তারা৷ গুরুদাসপুরের ডোরাংলা গ্রামে এই মুহূর্তে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে