আন্তর্জাতিক ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার পর থেকেই ওপার থেকে মর্টার দাগছে পাককিস্তানি সেনারা। কিছুক্ষণ অন্তর অন্তর মর্টার ধেয়ে আসছে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে।
সোমবার সকাল থেকে পুঞ্চের শাহপুর এলাকা লক্ষ্য করে মর্টার দাগছে পাকিস্তানিরা। সোয়া এগারোটা নাগাদ এই হামলা শুরু হয়েছে, চলছে এখনও। সেনা এখনও সরকারিভাবে কিছু না জানালেও জানা গেছে, টানা মর্টার দাগছে পাক সেনা। মুখের মত জবাব দিচ্ছে ভারতও। তবে এখনও পর্যন্ত ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
ভারত সার্জিক্যাল স্ট্রাইক সেরে ফিরে আসার পর থেকেই পাকিস্তান বিনা কারণে ভারতের দিকে গোলাগুলি চালাতে শুরু করেছে। রবিবার রাতেও নিয়ন্ত্রণরেখা বরাবর পাল্লানওয়াল্লা সেক্টরে ছোট বন্দুক থেকে গুলি চালিয়েছে তারা। তবে জম্মু এলাকায় আন্তর্জাতিক সীমান্ত তুলনামূলকভাবে শান্ত রয়েছে।
তবে উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় সীমান্ত এলাকায় বাস করা মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সীমান্তে বাড়িঘর ফেলে আসা মানুষদের জন্য খালি করতে বলা হয়েছে সরকারি ভবন।
সীমান্তের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই সরে গেছেন নিরাপদ জায়গায়। এছাড়া পাক হামলার ভয়ে অনেকেই রাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, ফিরে আসছেন সকাল হলে। -এবিপি আনন্দ।
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম