আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তর আফগানিস্তানে ভয়াবহ তালিবান জঙ্গি হামলা৷ গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখল নিতে তালিবানরা প্রবল আক্রমণ চালাচ্ছে৷শহরের চারদিক থেকে ঘিরে এগিয়ে আসছে জঙ্গিরা৷অন্যদিকে রাজধানী কাবুলে সেনা কনভয়ে এলইডি বিস্ফোরণ ঘটানো হল৷ দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে৷কয়েকজন জখম৷ ছড়িয়েছে আতঙ্ক৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালিবান জঙ্গিরা কুন্দুজ শহরের কুব কাছে একে ৪৭ সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে পজিশন নিয়েছে৷গত তিনদিন ধরেই কুন্দুজ ঘিরে প্রবল সংঘর্ষ চলছে৷আফগান সেনা পালটা প্রতিরোধ চালাচ্ছেন৷
০৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম