সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৫:৩৫:৩৫

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর বোমারু বিমান

 ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর ট্রেনিং এয়ারক্র্যাফট জ্যাগুয়ার। পোখরানের কাছে ট্রেনিং চলাকালীন এই বোমারু বিমানটি হঠাতই ভেঙে পড়ে। যদিও তৎক্ষণাৎ বিমানে থাকা দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পোখরানের। কি করে ভেঙে পড়ল, তা জানতে ইতিমধ্যে ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিমান ভেঙে পড়ার পিছনে কোনও অন্তঘাত রয়েছে কিনা তাও জানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রে খবর, প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি পাওয়া গিয়েছে।

পোখরানে ট্রেনিং দেওয়ার কাছে নিয়োজিত ছিল ভারতীয় বায়ুসেনার অন্যতম জ্যাগুয়ার এয়ারক্র্যাফটি।-কলকাতা২৪
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে