সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৮:০৩:০৯

এবার জলপথে আক্রমণের ছক পাকিস্তানের! ভারতের দিকে এগিয়ে আসছে দু’-দু’টি নৌবহর

এবার জলপথে আক্রমণের ছক পাকিস্তানের! ভারতের দিকে এগিয়ে আসছে দু’-দু’টি নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিকে এগিয়ে আসছে দু’-দু’টি নৌবহর। পাকিস্তানি জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে গুজরাত-মহারাষ্ট্রের উপকূলে। তৈরি ভারত।

বারবার জবাব দেওয়া সত্বেও পাকিস্তানের দিক থেকে হামলার আশঙ্কা কমছে না। রবিবার গুজরাতের উপকূলে একটি পাকিন্তানি নৌযান আটক করে উপকূলরক্ষী বাহিনী। পাকড়াও করা হয় ন’জনকে। এর পরে সোমবারও দু’টি নৌযানের খবর মিলল। একটি গুজরাত ও একটি মহারাষ্ট্র উপকূল এলাকায়। এই দু’টি করাচি থেকে আসছে বলে খবর।

এর পরিপ্রেক্ষিতে ভারতের মাল্টি এজেন্সি সেন্টার (ম্যাক) সতর্কতা জারি করেছে। পাকিস্তানের দিক থেকে যে কোনও মুহূর্তে হামলা হতে পারে গুজরাত ও মহারাষ্ট্রের গোটা উপকূলবর্তী এলাকাকে সতর্ক করা হয়েছে।

এই খবর পাওয়ার পর থেকেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।-এবেলা
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে