সোমবার, ০৩ অক্টোবর, ২০১৬, ০৮:২০:৫২

এই প্রথমবার মোদীকে ‘স্যালুট’ জানালেন কেজরিওয়াল! কারণ জানলে অবাক হবেন

 এই প্রথমবার মোদীকে ‘স্যালুট’ জানালেন কেজরিওয়াল! কারণ জানলে অবাক হবেন

আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদী আর অরবিন্দ কেজরিওয়াল। দেশের প্রধানমন্ত্রী আর দিল্লির মুখ্যমন্ত্রী। আর এই দু’জনের মধ্যে বরাবরের বিবাদ। কেজরিওয়াল এই প্রথমবার মোদীর কোনও কাজকে সম্মান জানালেন।

উরিতে পাক হামলার পরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারতের সম্মান রক্ষা হয়েছে। এই ইস্যুতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী-সহ সব রাজনৈতিক দলের অভিনন্দন পেয়েছেন নরেন্দ্র মোদী।

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী যে কোনও ইস্যুতে নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে বিঁধলেও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক জবাবকে সমর্থন জানিয়েছেন। এবার সেই পথে হাঁটলেন আম আদমি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। না, শুধু সমর্থন জানানোই নয়, আক্ষরিকভাবেই ‘স্যালুট’ জানিয়েছেন ‘চির-বিদ্রোহী’ কেজরিওয়াল।

সোমবার একটি অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘একশোটা ইস্যুতে আমার সঙ্গে প্রধানমন্ত্রী মত পার্থক্য থাকতে পারে। কিন্তু তিনি সেনাঘাঁটিতে পাকিস্তানের হামলার জবাবে যে ভূমিকা নিয়েছেন তাতে আমি তাঁকে স্যালুট জানাচ্ছি।’

মোদীর পাকিস্তান নীতি নিয়েও বরাবরের সমালোচক কেজরিওয়াল। সার্জিক্যাল স্ট্রাইকের পরে তিনি সেনাবাহিনীকে অভিনন্দন জানালেও নরেন্দ্র মোদী সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করেননি। সেই কেজরিওয়ালের এই মোদী-স্তুতিকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।-এবেলা
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে