আন্তর্জাতিক ডেস্ক: খেলোয়াড় জীবনে তাঁর ব্যাটের সামনে বহুবার অসহায় দেখিয়েছে ভারতকে। খেলা ছেড়ে দিয়েছেন তিনি। এখনও তিনি ভারত-বিদ্বেষী। যুদ্ধের পটভূমিতে যেভাবে ভারতেকে আক্রমণ করলেন মিয়াঁদাদ...
শাহিদ আফ্রিদি সুর চড়ালেন। ভারতকে হুমকি দিলেন। ছেড়ে কথা বললেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।
ভারত সম্পর্কে কথা হলেই মিয়াঁদাদ আগ্রাসী হয়ে পড়েন। যাবতীয় রাগ উগরে দেন ভারতের উপরে। ক্রিকেটারজীবনেও কড়া হাতে ভারতীয় বোলারদের শিক্ষা দিতেন। ক্রিকেট ছাড়ার পরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও মিয়াঁদাদ আক্রমণাত্মক। দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। সীমান্ত অতিক্রম করে পাকিস্তান এসে ভারত আক্রমণ করে গিয়েছে। তার উত্তরও দিয়েছে ভারত। তাতেও দমেনি পাকিস্তান। আবারও সন্ত্রাস ছড়িয়েছে তারা।
ভারতের রাষ্ট্রনেতারা পাকিস্তান সম্পর্কে কড়া অবসথান নিচ্ছেন। সংবাদমাধ্যমে সেই সব খবর প্রকাশিতও হচ্ছে। ভারতের এহেন গরমাগরম বক্তব্য শুনে আর স্থির থাকতে পারলেন না মিয়াঁদাদ। ভারতকে হুমকি দিলেন তিনি। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ‘আমরা শহিদ হওয়ার জন্য তৈরি। ভারতের ফাঁকা আওয়াজে আমরা ভয় পাই না।’
অর্থাৎ মিয়াঁদাদের বক্তব্য অনুযায়ী, ভারতের হুমকিতে তাঁরা দমবার পাত্র নন। যুদ্ধে মরবে সেই দেশের মানুষ। কিন্তু ভারতের হুমকির কাছে মাথা নওয়াবে না।-এবেলা
০৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস