আন্তর্জাতিক ডেস্ক: গুরুতর অসুস্থ আইএস চিফ আবু বকর আল-বাগদাদি। বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগদাদি। জানা গিয়েছে, আইএস জঙ্গি সংগঠনের প্রধান বাগদাদি ও আরও তিন কমান্ডারকে বিষ মেশানো খাবার পরিবেশ করা হয়। তারপরই অসুস্থ হয়ে পড়ে তারা।
কারা এই বিষ মেশানো খাবার দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে আইএস জঙ্গিরা। অন্যান্য তিন জঙ্গির পরিচয় গোপন রাখা হয়েছে। আল-কায়েদা থেকে বেরিয়ে জঙ্গি সংগঠন গঠন করে বাগদাদি। তার চলাফেরা কেবলমাত্র আইএস সদস্যরাই জানতে পারে। মাঝে মধ্যে বাগদাদির অডিও বা ভিডিও প্রকাশ করে তার অস্তিত্ব জাহির করা হয়। বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সিরিয়ায় গোপন সব জায়গায় ঘুরে বেড়ায় বাগদাদি।
এর আগে বহুবার বাগদাদির মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়েছে। চলতি বছরের শুরুতেও মার্কিন বিমান হামলায় আইএস প্রধানের মৃত্যুর খবর আসে। কিন্তু সেই খবরও পরে ভুল প্রমাণিত হয়।-কলকাতা২৪
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস