আন্তর্জাতিক ডেস্ক : পাক মদতে সীমান্তসহ দেশে বেড়ে ওঠা জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে বন্ধ পরিকর ভারতীয় সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে, জঙ্গি মোকাবিলার জন্য বর্তমান সময়ের অন্যতম একটি বড় সামরিক যান বানানোর কাজ শুরু করে দিল ভারতীয় সেনাবাহিনী।
জানা গেছে, সম্প্রতি ভারতীয় সেনার পক্ষ থেকে ২৫০টি মাইন প্রোটেকটেড ভেহিকেল বানানোর বরাত দেওয়া হয়েছে। সাধারণত এই গাড়িগুলি দেখা যায় জম্মু-কাশ্মীরের জঙ্গি উপদ্রব প্রবণ অঞ্চল বা সীমান্তবর্তী অঞ্চলে। যেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক জমা থাকে বা গোলাগুলি চলে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জব্বলপুরের সামরিক যান তৈরির কারখানায় এই নয়া ২৫০টি মাইন প্রোটেকটেড ভেহিকেল তৈরির বরাত দেওয়া হয়েছে৷ ২০১৮ সালের মধ্যে যা ভারতীয় সেনার হাতে চলে আসার কথা।
সেনা সূত্রে খবর, একসঙ্গে প্রায় বারোজন সশস্ত্র সেনা বহনে সক্ষম এই সামরিক যান। এতে রয়েছে বুলেট প্রুফ গ্লাস৷ যেখান থেকে গাড়ির মধ্যে থেকে সহজেই নির্দিষ্ট লক্ষ্যে গুলি চালাতে পারে সেনা জওয়ানরা৷ সাধারণত, সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার কাজে বা যুদ্ধের সময় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় এই বুলেট প্রুফ বাঙ্কার ব্যবহার করে থাকে সেনা। -কলকাতা২৪।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম