আন্তর্জাতিক ডেস্ব : তৃষ্ণায় ছটফট করছিল ছেলেটা। জলের খোঁজেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। রবিবার সন্ধ্যায় ১২ বছরের পাকিস্তানি ছেলেটিকে জল দেওয়ার পাশাপাশি আশ্রয়ও দিয়েছিল ভারতীয় জওয়ানরা।
সোমবার সকালে তাকে পাক রেঞ্জারদের হাতে তুলে দিল বিএসএফ। ভারত-পাকিস্তানের সীমান্তে প্রায় যুদ্ধ-পরিস্থিতি। তলানিতে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক৷ লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালাচেছ পাক জঙ্গিরা৷ এমন পরিস্থিতিতেও সৌভ্রাতৃত্বের নজির দেখাল ভারতীয় জওয়ানরা। পাঞ্জাবের ডোনা তেলু মাল সীমান্তে টহলরত সেনারা মহম্মদ তনভির নামে ওই বালককে দেখতে পায়। তাকে জেরা করে জানতে পারে পাকিস্তানের ঢারি গ্রামের বাসিন্দা সে৷ জলের সন্ধানে এদিকে চলে এসেছে৷ এদিন সকালে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তনভিরকে ফেরত পাঠানো হয়।
অন্যদিকে গত সপ্তাহে অসাবধানতাবশত পাকিস্তানের মাটিতে ঢুকে পড়ে ভারতীয় সেনা চাঁদু বাবুলাল চৌহান। তাঁকে আটক করে হেফাজতে রেখেছে পাক প্রশাসন।
০৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম