মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৩:০২:০৯

নিন্দার ঝড়, উরি শহিদ ও পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কী বললেন ওম পুরী?

নিন্দার ঝড়, উরি শহিদ ও পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কী বললেন ওম পুরী?

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি একটি টেলিভিশন শো-তে সার্জিক্যাল অ্যাটাক, উরিতে ভারতীয় সৈনিকদের মৃত্যুবরণ এবং ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে এমন কিছু মন্তব্য করলেন ওম পুরী যাতে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার মুখে পড়তে হল তাকে। উরি শহিদদের নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে তিনি বলেন, ‘‘ওই সৈনিকদের সেনাবাহিনীতে যেতে বলেছিল? হাতে অস্ত্র তুলে নিতে কে বলেছিল তাদের?’

এই কথা বলার পরেই তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের কথা তোলেন। তাঁর বক্তব্য, যদি যুগের পর যুগ এইভাবে দুই দেশের মধ্যে শত্রুতা বাড়তেই থাকে তবে অচিরেই তা ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্বের জায়গায় পৌঁছবে। ওম পুরী আরো রোবলেন যে এদেশে কোটি কোটি মুসলিম ধর্মাবলম্বী থাকেন এবং তাদের বহু আত্মীয়-স্বজনই থাকেন সীমান্তের ওপারে। এদেশের মানুষের পক্ষে কি তাদের সীমান্তের ওপারের স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব? বরং তাঁর মতে, ১৫-২০ জন সুইসাইড বম্বারদের প্রস্তুত করে তাদের পাকিস্তানে পাঠানো উচিত।

ওম পুরী এই প্রসঙ্গেই সম্প্রতি বলিউডে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বর্জন করার সিদ্ধান্তের নিন্দা করেন। তাঁর মতে, এই অভিনেতা-অভিনেত্রীরা কেউ অনুপ্রবেশকারী নন, তাদের প্রত্যেককেই বৈধ ওয়র্ক ভিসা দিয়ে এদেশে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। ওম পুরী তাঁর মতামত টেলি শো-তে জানানোর পরেই টুইটারে শুরু হয় নিন্দা।-এবেলা
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে