মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৫:০৮:২৭

যুদ্ধের প্রস্তুতি দেখতে দেশের এক নম্বর কোর পরিদর্শনে পাক সেনাপ্রধান

যুদ্ধের প্রস্তুতি দেখতে দেশের এক নম্বর কোর পরিদর্শনে পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ:  ভারতের বিরুদ্ধে সত্যি সত্যি কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান! পাকিস্তানের সামরিক বাহিনীর যুদ্ধের সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করে দেখেছেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। গতকাল সোমবার তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর স্ট্রাইক কোরের সদর দফতর পরিদর্শন করেন। কথা বলেন সেনা আধিকারিকদের সঙ্গে।

মাংলায় অবস্থিত এই কোরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। হঠাত করে মাংলা সদরদফতর ঘুরে দেখাকে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। মাংলাকে পাকিস্তানের এক নম্বর কোর হিসেবে দেখা হয়। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন সোমবার কাশ্মির ইস্যু ও সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন তখন সেনাপ্রধান সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতি পর্যালোচনা করলেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ বা আইএসপিআর সংক্ষিপ্ত বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছে। এছাড়া, আইএসপিআর থেকে প্রচারিত সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে- স্ট্রাইক কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওমর ফারুক দুররানি সেনাপ্রধান রাহিল শরীফকে ব্রিফ করছেন। লাহোরের কোর কমান্ডার লে. জেনারেল সাদিক আলী, পেশোয়ার কোরের কমান্ডার লে. জেনারেল হেদায়াতুর রহমান, গুজরানওয়ালা কোরের কমান্ডার লে. জেনারেল ইকরামুল হক এবং মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক মেজর জেনারেল সাহির শামশাদ মির্জা উপস্থিত ছিলেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সেনাপ্রধানের মাংলা সদর দফতর ঘুরে দেখা ভারতের জন্য পরিষ্কার বার্তা বহন করছে যে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

মাংলা কোরের প্রাক্তন কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল গুলাম মোস্তফা সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের এ পরিদর্শনকে “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন, “সাধারণত এ ধরনের কোর কমান্ডারদের বৈঠক সেনা সদর দফতরে অনুষ্ঠিত হয় এবং সে বিষয়ে কোনও ঘোষণা দেওয়া হয় না। সে কারণে বিষয়টি ভারতের জন্য পরিষ্কার বার্তা বহন করছে এবং সেখানে অন্য কোর কমান্ডারদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যণীয়।”-কলকাতা২৪
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে