মঙ্গলবার, ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:৩৬:০৮

ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মুহুর মুহুর মর্টার হামলা পাকিস্তানের

ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মুহুর মুহুর মর্টার হামলা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের কালশিয়ান এবং নৌসেরা সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা চালাচ্ছে পাক সেনা। যদিও হামলার পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। গত ৪৮ ঘন্টায় এনিয়ে পাঁচবার সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নতুন করে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করায় সীমান্তে আরও আঁটসাঁট করা হচ্ছে সীমান্তের নিরাপত্তা।

প্রসঙ্গত, গতকাল সোমবার সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে একমত হয়েছিল ভারত-পাকিস্তান। যখন এই বিষয়ে আলোচনা করছেন ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ঠিক সেই সময়কার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা চালায় পাকিস্তান। সেখানে দাঁড়িয়ে সামরিক পর্যবেক্ষকদের মত, যেভাবে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তাতে ভারতকে যুদ্ধেরই উস্কানি দিচ্ছে। যদিও সেই প্রলোভনে পা দেবে না ভারত!-কলকাতা২৪
৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে