আন্তর্জাতিক ডেস্ক : সার্জিকাল স্ট্রাইক ভুয়ো কিনা প্রমাণ দিক সরকার, দাবি তুললো কংগ্রেসই। পাকিস্তানের মুখ ভোঁতা করতেই প্রমাণ প্রয়োজন এমনটাই দাবি চিদম্বরম-আনন্দ শর্মাদের। খবর জিনিউজের।
সরকারের তরফে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ দেওয়া প্রয়োজন। এবার দাবি উঠলো ভারত থেকেই। আপের পর, একই দাবিতে সরবো হল ভারতীয় কংগ্রেস। তাদের বক্তব্য, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ভারতের সার্জিকাল স্ট্রাইকের দাবি নস্যাত্ করার চেষ্টা করছে ইসলামাবাদ। এজন্য মিডিয়াকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পাকিস্তান। ভারতের কংগ্রেসের দাবি, এবার আর সময় নষ্ট না করে, স্ট্রাইকের প্রমাণ দিয়ে পাকিস্তানের মুখ ভোঁতা করুক সরকার। গত কয়েকদিনের সরকার ও বিরোধী শিবিরের, এককাট্টা-এক সুরের তালও কেটেছে।
সার্জিকাল স্ট্রাইক নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বাড়াবাড়ি রকমের প্রচারের অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, ইউপিএ (কংগ্রেস নেতৃত্বাধীন) আমলেও পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করেছে ভারত। কিন্তু তা নিয়ে এত ঢাকঢোল পেটায়নি ইউপিএ সরকার। তখন সামরিক সিদ্ধান্তেই হয়েছে সার্জিকাল স্ট্রাইক। কংগ্রেসের এই মন্তব্যকে সমর্থন করেছেন সাবেক সেনাপ্রধান ভি কে সিংও। যিনি বর্তমানে মোদির মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি