আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষুব্ধ চীনা শিল্পী আই ওয়েইওয়েই তাঁর স্টুডিওতে গোপনে বসানো কিছু আড়ি পাতার যন্ত্র আবিষ্কার করার পর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
আই ওয়েইওয়েই বেজিংয়ে তার স্টুডিও-র ভেতর এই সব আড়ি পাতার সরঞ্জামগুলো সদ্যই আবিষ্কার করেছেন। তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ওই সরঞ্জামগুলো বৈদ্যুতিক সকেটের ভেতর লুকোনো ছিল।
শিল্পী সম্প্রতি জার্মানিতে এক সফরে গিয়েছিলেন। আই ওয়েইওয়েই জানাচ্ছেন, তাঁর পরিকল্পনা ছিল জার্মানি থেকে ফেরার পরই তিনি বেজিংয়ে তার স্টুডিওটি নতুন করে সাজাবেন।
কিন্তু স্টুডিও নতুন করে সাজানোর কাজ শুরু করতে গিয়েই ওই সব আড়ি পাতার যন্ত্রপাতিগুলো ধরা পড়ে।
ধারণা করা হচ্ছে, চার বছর আগে চীনের পুলিশ যখন আই ওয়েইওয়েই-কে আটক করে ধরে নিয়ে গিয়েছিল, তখনই গোপনে তার স্টুডিওতে এই সব যন্ত্রপাতিগুলো বসানো হয়।
আই ওয়েইওয়েই অতীতে বহুবার প্রকাশ্যেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও তাদের সরকারের তীব্র সমালোচনা করে চীনা কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছেন। শিল্পীর বিদেশযাত্রা ঠেকাতে চীন চার বছর ধরে তার পাসপোর্টও বাজেয়াপ্ত করে রেখেছিল। সূত্র: বিবিসি
০৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস