আন্তর্জাতিক ডেস্ক : বিমান হামলা জোরদার করার পর এবার সিরিয়ায় স্থলসৈন্য পাঠাচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় এখনই সেনা পাঠাচ্ছেন না বলে জানালেও সোমবার তার শীর্ষ সামরিক উপদেষ্টা অ্যাডমিরাল ভ্লাদিমির কমোয়েদব সিরিয়ায় ‘স্বেচ্ছাসেবী’ পাঠানোর একটি প্রস্তাব রুশ সংসদে উপস্থাপন করেছেন।
রাশিয়া একই গোপন কৌশলে ক্রিমিয়ায় সেনা পাঠিয়ে ইউক্রেনের ওই অংশটি গত বছরের মার্চে দখল করে নেয়। তাছাড়া রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানান, সিরিয়ায় ইতোমধ্যেই ৬০০ রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে।
এছাড়া সিরিয়ার লাটকিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে বিমান হামলার জন্য মোতায়েন করা হয়েছে ২০০০ বিমান সেনা।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রবল আপত্তির মুখেই গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া। সিরিয়ার যুদ্ধে রাশিয়ার স্থলবাহিনীর সরাসরি যোগদান সংঘাতে মৌলিক পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে অন্তত ২,৫০,০০০ মানুষ নিহত এবং দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা উদ্বাস্তুতে পরিণত হয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস
০৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস