মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০২:৪২:২৬

১৫৫ বছরের প্রাচীন কলেজে ছাত্র ৩, শিক্ষক ১ জন

১৫৫ বছরের প্রাচীন কলেজে ছাত্র ৩, শিক্ষক ১ জন

আন্তর্জাতিক ডেস্ক : ১৫৫ বছরের প্রাচীন কলেজ। অথচ গোটা কলেজে ছাত্র সংখ্যা মাত্র ৩ জন। আর শিক্ষক রয়েছেন মাত্র ১ জন। সেখানে সংস্কৃতি বিষয়ে ডিগ্রি পড়ান হয়।

প্রাচীন এ কলেজটি দক্ষিণ ভারতের ভিজিয়া নগরাম জেলায় অবস্থিত। এটা জেলার সবচেয়ে প্রাচীন কলেজ।

কলেজের প্রতিটি বিভাগে আসন সংখ্যা রয়েছে ৩০টি। কিন্তু প্রাচীন এ ভাষার প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ না থাকার কারণে প্রতি বছরেই কমে যাচ্ছে ছাত্র সংখ্যা। কমতে কমতে বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে।

১৮৬০ সালে ভিজিয়ানগরামের মহারাজা অশোক গাজাপতি রাজু এম আর গভমেন্ট সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা করেন। ৩৭১ জন ছাত্র ও ১৩জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করেছিল এ প্রতিষ্ঠানটি। ১৯৫০ সাল এটিকে সরকারিকরণ করা হয়। বর্তমানে এ কলেজটি জেলার সবচেয়ে বিপর্যস্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

পরবর্তীতে ২০০৪ সালে সংস্কৃতি হাই স্কুল ও গভর্নমেন্ট সংস্কৃতি কলেজ নামে বিভক্ত করা হয়। পাঁচ বছরের স্নাতক কোর্স চালু রয়েছে সাথে তেলেগু ও ইংরেজি বিষয়কে ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
০৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে