আন্তর্জাতিক ডেস্ক: লাগতার গাড়ি বোমা বিস্ফোরণ হচ্ছে ইরারকে আর এতে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। তবে আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা যায়। আক্রমণের লক্ষ্য ছিল মূলত ইরাকের শিয়াদের বসবাসকারী অঞ্চলগুলি।
এর মধ্যে সব থেকে বড় বিস্ফোরণ হয়েছে দিয়ালাতে। জানা যায়, জনবহুল বাজারের মধ্যে একটি গাড়িতে বিস্ফোরক রাখা ছিল। দিনের ব্যস্ত সময়ে সেটির বিস্ফোরণে ৪০ জন প্রাণ হারান। দ্বিতীয় বিস্ফোরণ হয় বাসরা থেকে ১৫ কিমি দূরে আল-জুবের টাউনে। এখানে এই স্থানে নিহত হয়েছেন আরও ১০। শেষ বিস্ফোরণ ঘটে রাজধানী বাগদাদে, যাতে ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও বাগদাদের উত্তর-পূর্বে হুসেইনা টাউনে অন্য একটি বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠী আইএস আল-জুবেরের হামলার দায় স্বীকার করেছে। তবে বাকি বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে প্রশাসনের বক্তব্য, সব ঘটনার পেছনেই হাত রয়েছে আইএস-এর। সূত্রের খবর, মূলত শিয়া পরিচালিত সরকারকে ব্যতিব্যস্ত করতেই এ ধরনের হামলা চালাতে থাকে আইএস। গত বছর দিয়ালা-সহ খালিসের দখল নেয় আইএস। তবে সরকার গত জানুয়ারি মাসে খালিস পুনর্দখল করে। তবে এ অঞ্চলে জঙ্গি কার্যকলাপ এখনও পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়নি।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/