বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০১:৪৪:১৯

মায়ানমারে হামলায় আরও ৪ সেনা নিহত

মায়ানমারে হামলায় আরও ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন প্রদেশে চলমান সংঘর্ষে আরও ৪ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানায় মায়ানমার সেনাবাহিনী।
 
মায়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সিংবাদমাধ্যম জানায়, পিস্তল, ছুরি, তলোয়ার নিয়ে প্রায় ৩০০ লোক সেনাদের ওপর হামলা চালায়।
 
হামলার স্থলে অবশ্য সংবাদকর্মীদের যেতে দিচ্ছে না সেনাবাহিনী। তবে সাম্প্রতিক সময়ে রাখাইনে এই সশস্ত্র তৎপরতার পেছনে কারা আছে তা জানা যায়নি।
 
এই ঘটনার দায় মুসলিম রোহিঙ্গাদের উপর পড়বে বলেই ধারণা করা হচ্ছে।
 
রাখাইন প্রদেশে দীর্ঘদিন ধরেই বৌদ্ধ সম্প্রদায় ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে বিবাদ চলে আসছে।
 
এরআগে গত রোববার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডুতে অজ্ঞাতদের হামলায় দেশটির সীমান্ত পুলিশের অন্তত নয় সদস্য নিহত হয়। ওই ঘটনায় সাত হামলাকারীও নিহত হন। -বিবিসি।
১২ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে