আন্তর্জাতিক ডেস্ক : সৌদির ডিভোর্সপ্রাপ্ত নারী ও পরিবারের গৃহস্থালির কাজে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। কর্মী নিয়োগের জন্য সুনির্দিষ্ট কিছু শর্তে প্রত্যেক সৌদি পরিবার সর্বোচ্চ ৫টি ভিসা নিতে পারবে।
অন্যদিকে সৌদিতে থাকা বিদেশি পরিবারগুলো ২টি করে ভিসা নিতে পারবে। যেসব নাগরিক বিদেশিদের বিয়ে করেছেন তারাও বিদেশি পরিবারের মতো সুযোগ পাবেন।
মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরবে নিউজের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি পরিবার একজন নারী গৃহকর্মী, একজন পুরুষ কর্মী, ব্যক্তিগত গাড়িচালক, আয়া, মালি ও যেকোনো লিঙ্গের একজন নার্স বা সেবক নিয়োগ দিতে পারবে।
এতে বলা হয়, বিদেশি নারী বা সৌদি নারী; যারা সৌদি কোনো নাগরিক কর্তৃক ডিভোর্সপ্রাপ্ত বা বিধবা হয়েছেন (সন্তান রয়েছে) তারা একজন গৃহকর্মী ও একজন গাড়িচালক নিয়োগ দিতে পারবেন।
দেশটির সরকারি ওয়েবসাইট মুসানেদের মাধ্যমে এ ভিসার জন্য আবেদন করা যাবে।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম