আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় হামলায় অংশ নেয়া রুশ যুদ্ধবিমান বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় মস্কোর ব্যবহারে ধৈর্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোগান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে নেটো জোটের বিরুদ্ধে আগ্রাসন। এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে।
সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে নেটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।
নেটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। জোটের মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ঐ ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোন ব্যাখ্যা এখনো দিতে পারেনি।
সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছে তুরস্ক এবং নেটো।
রাশিয়া বলছে যে, শনিবারের সেই অনুপ্রবেশটি ছিল খারাপ আবহাওয়ার কারণে এবং খুবই স্বল্পসময়ের জন্য। রবিবারের আরেকটি অনুপ্রবেশের অভিযোগ নিয়েও তারা তদন্ত করছে বলে জানায় রাশিয়া।
সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি। সূত্র: বিবিসি
০৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস