আন্তর্জাতিক ডেস্ক: রুশ যুদ্ধবিশেষজ্ঞরা সিরিয়ায় বোমাবর্ষণের জন্য একেবারে ঠিক সময়ই বেছে নিয়েছেন। বছরের ঠিক এই সময়টি ওই অঞ্চলের আবহাওয়া বিমান আক্রমণের পক্ষে একেবারে উপযুক্ত, এমনই মন্তব্য করল আবহাওয়া সংক্রান্ত রুশ টিভি চ্যানেল রোশিয়া ২৪৷
টিভি চ্যানেলের উপস্থাপিকা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও তার পূর্বাভাস জানাতে জানাতে এসে পৌঁছেছিলেন পশ্চিম এশিয়ায়৷ সেখানকার বর্তমান আবহাওয়ার বর্ণনা দিতে গিয়েই তিনি বলেন, 'আকাশ একেবারে ঝকঝকে৷ বিমান ওড়ানোর জন্য এর চেয়ে ভালো আবহাওয়া আশাই করা যায় না৷ হাওয়া একটু জোরে বইছে টিকই, কিন্তু তাতে বিমানের কোন প্রকার অসুবিধা হওয়ার কথা নয়৷'
এই পর্যন্ত বলে উপস্থাপিকা মন্তব্য করেন, 'বছরের এই সময়েই সিরিয়ার ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে রাশিয়া একদম ঠিক কাজ করেছে৷' এর পর নিজের বক্তব্যের সমর্থনে তিনি বুঝিয়ে দেন, এমন পরিবেশ কি কারণে বিমান আক্রমণের জন্য উপযুক্ত৷ উপস্থাপিকা জানান, 'আকাশ পরিষ্কার ও মেঘশূন্য থাকায় রাশিয়ার সুখোই-২৪ বোমারু বিমানগুলি সহজেই অনেকটা নীচে নেমে ইসলামিক স্টেটের ঘাঁটিগুলির ওপর হামলা চালাতে পারবে৷ বিপক্ষের হাতে কোনও বিমানঘাতী কামান না থাকলে উপরে উঠে যাওয়ারও দরকার হবে না৷'
এই ব্যাখ্যা দেওয়ার সময় উপস্থাপিকা কম্পিউটারে তৈরি ট্যাঙ্কের ওপর বোমাবর্ষণরত একটি সুখোই বিমানের গ্রাফিক্সের সামনে এসে পুরো বিষয়টি বুঝিয়ে দেন৷ স্টুডিয়োয় এমন গ্রাফিক্সের প্রয়োগ দেখে বুঝতে অসুবিধা হয় না যে পরিষ্কার আবহাওয়া ও রুশ হামলার সর্ম্পকটি নেহাত্ই উপস্থাপিকার মস্তিষ্কপ্রসূত নয়৷ টিভি চ্যানেলের সম্পাদকীয় সিদ্ধান্তের ফলেই এমন ভাবে পুরো বিষয়টি উপস্থাপনা করা হয়েছে৷
সিরিয়ায় বিমান হামলার বিষয়ে সমালোচনার মুখে পড়া রুশ প্রশাসন আমেরিকাকে মনে করিয়ে দিয়েছে ৯/১১-র ঘটনায় তারা বরাবরই আমেরিকার পাশে ছিল৷ - এই সময়
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/