শনিবার, ২২ অক্টোবর, ২০১৬, ০৩:৪৫:৫৯

বিএসএফের গুলিতে সাত পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত

বিএসএফের গুলিতে সাত পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর (রেঞ্জারস) সাত সদস্য নিহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

বিএসএফ দাবি করেছে, ভারতশাসিত জম্মুর কাথুয়া জেলার হীরা নামক স্থানে বিএসএফের ওপর অতর্কিতে হামলার পর দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে সাত রেঞ্জারসহ এক সন্ত্রাসী নিহত হয়।

শুক্রবারের এ গোলাগুলিতে বিএসএফের এক সদস্য আহত হয়েছেন। বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক অরুণ কুমার দাবি করেছেন, রেঞ্জারসের অতর্কিত হামলায় তাদের এক সদস্য আহত হলে তাকে উদ্ধারের চেষ্টা করেন তারা। কিন্তু এ সময় পাকিস্তানি সেনারা আবারও হামলা চালালে সমুচিত জবাব দেয় বিএসএফ।

২৯ সেপ্টেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরে সন্ত্রাসী অবস্থানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় যুদ্ধ-যুদ্ধ অবস্থার। আবারও সীমান্তে পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার ঘটনা ও গোলাগুলিতে তাদের মধ্যে উত্তেজনা প্রশমনের সুযোগ কমে গেল।

ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশে পাকিস্তানি সেনাদের সুযোগ করে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত ভারতীয় সেনারা। সন্ত্রাসীদের মাধ্যমে ভারতে আঘাত করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সিদ্ধান্ত নিয়েছেন, শুক্রবারের প্রতিরোধ তারই অংশ।

বিএসএফ আরো দাবি করেছে, সীমান্তে রেঞ্জারস সদস্যদের নিহত হওয়ার বিষয়টি পাকিস্তানি গণমাধ্যম নিশ্চিত করেছে। তবে তারা নিহতের সংখ্যা পাঁচজন উল্লেখ করেছে।
২২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে