আন্তর্জাতিক ডেস্ক: রসায়নে ২০১৫ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। কোষের ডিএনএ পুনর্গঠন প্রক্রিয়া আবিষ্কারের জন্য এই তিন ব্যক্তিকে পুরস্কারের জন্য নাম ঘোষনা করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন ব্রিটেনের টমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ এবং আজিজ স্যাঞ্চার।
বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স`র মহাসচিব গোরান কে হ্যানসন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এ তিন বিজ্ঞানী ডিএনএ পুনর্গঠন ও মেরামত নিয়ে গবেষণায় অবদান রেখেছেন। তাদের গবেষণায় উঠে এসেছে, ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনর্গঠন ও মেরামত করে কিভাবে টিকে থাকে। অার এজন্য তাদেরকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ব্রিটেনের হার্টফোর্ডশায়ারের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট এবং ক্লেয়ার হল ল্যবরেটরিতে ডিএনএ বিষয়ক গবেষণা করে আসছেন রসায়নবিদ টমাস লিন্ডাল। পল মডরিচ হাওয়ার্ড মেডিকেল ইনস্টিটিউটে গবেষণা করছেন। এবং আজিজ স্যাঞ্চার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত রয়েছে।
আজ বুধবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি এই পুরস্কার ঘোষণা করে। বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে টমাস লিনডাল, পল মডরিক, আজিজ সানকার হাতে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) ও একটি সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদানের পদ্ধতি চালু রয়েছে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুযায়ী মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। এই পুরস্কার এখন পর্যন্ত মোট ১৬৯ জন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে।
০৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/