বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৪:০২:৪০

এবার যুদ্ধবিমান চালাবেন মহিলারা

এবার যুদ্ধবিমান চালাবেন মহিলারা

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতীয় বায়ুসেনায় নারীশক্তির জয়জয়কার।  খুব শিগগিরই বায়ুসেনা পেতে চলেছে মহিলা পাইলট।  এখনো পর্যন্ত ভারতে বায়ুসেনায় কোনো মহিলা পাইলট নেই।  বৃহস্পতিবারের ঘোষণা বাস্তবায়িত হলে দেশে প্রথমবার যুদ্ধবিমান চালাবেন কোনো মহিলা।

বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার ৮৩তম জন্মদিন।  বায়ুসেনা প্রধান অরূপ রাহা জানিয়েছেন, বায়ুসেনার জন্মদিনেই মহিলা পাইলট নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তার কথায়, আমাদের দেশে অসামরিক বিমান ও হেলিকপ্টার চালান মহিলারা।  সে কারণেই আমরা পরিকল্পনা করেছি, এবার যুদ্ধবিমানও চালাবেন মহিলারা।  খুব শিগগিরই বায়ুসেনায় মহিলা পাইলট নিয়োগ করা হবে।  আসমারিক বিমান ও হেলিকপ্টার চালাতে পারলে মহিলারা যুদ্ধবিমানও চালাতে পারবেন বলে জানিয়েছেন বায়ুসেনা প্রধান।

ভারতের সামরিক বাহিনীর ইতিহাসে মহিলাদের এখনো যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি।  স্থলসেনা ও নৌসেনাতেও মহিলা বাহিনী রয়েছে।  কিন্তু যুদ্ধক্ষেত্রে তাদের পাঠানো হয় না।  বায়ুসেনায় মহিলা পাইলটদের যুদ্ধক্ষেত্রেও পাঠানো হবে।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে