আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের উত্তেজনায় বিশ্ব। ফলাফলে শেষ সময়ে দুই জনের মধ্যে দারুণ লড়াই হচ্ছে। এর আগে বার্তা দিয়েছেন হিলারি। নির্বাচনের শুরু থেকেই টুইটারে সরব ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। ফলাফলে পিছিয়ে পড়ার পরও সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন হিলারি।
হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমাদের টিমের গর্বিত হওয়ার মতো অনেক কিছুই আছে। যাই হোক আজ রাতে যাই ঘটুক না কেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভোট শুরু হওয়ার আগে ও পরেও টুইটে বার্তা দিয়েছিলেন হিলারি। লিখেন, ‘আজ ভোটের দিন! কোটি কোটি আমেরিকান হিলারির জন্য তাদের ভোটটি দিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিন এবং আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটি নিশ্চিত হোন।’ তারও আগে হিলারি লিখেন, ‘যে ভোট কাউন্ট হয় না, তা দেবার কোনো মানে নেই। আজ আপনিই পার্থক্য গড়ে দিতে পারেন।’
বিজ্ঞানের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে মধ্যরাতে হিলারি লিখেন, ‘আপনারা যদি বিজ্ঞানে বিশ্বাস করেন তবে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করবো। এর জন্য আপনাদেরকে ভোট দিতে হবে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৪৪টি। আর হিলারি পেয়েছেন ২১৫টি। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ট্রাম্প ২৪টিতেই জয় পেয়েছেন। হিলারি পেয়েছেন ১৮টিতে।
৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর