বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০১:২৫:৪৮

ট্রাম্পের ভয়ে কানাডায় পালাচ্ছে মার্কিনীরা!

ট্রাম্পের ভয়ে কানাডায় পালাচ্ছে মার্কিনীরা!

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয়তা বেশি থাকা সত্ত্বেও হিলারি ক্লিনটন কেন হেরে যাচ্ছেন, তা রীতিমতো বিশ্লেষণের বিষয়। কিন্তু হিলারির সমর্থকরা পড়েছেন বিপাকে। ডোনাল্ড ট্রাম্পই যে হোয়াইট হাউজে যাচ্ছেন এ নিয়ে আর কোনো সংশয় নেই। তাই ট্রাম্প থেকে পালাতে বোধহয় দেশ ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে হাজার হাজার মার্কিন নাগরিক। পালিয়ে যাওয়ার গন্তব্যের ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় প্রথমেই আছে কানাডা।

প্রতিবেশী এ দেশটিতে যেতে কী করতে হবে এখন থেকেই তার খোঁজখবর নেয়া শুরু করেছে তারা। এজন্য তারা ‘সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন ইন কানাডা’ নামের ওয়েবপেজটিতে ভিড় করেছেন। একইসঙ্গে প্রচুর ভিজিটরের ক্লিকের কারণে সাইটটিই এবার বন্ধ হয়ে গেছে।

হিলারি ক্লিনটনকে অনুসরণ করছিলেন যেসব সাংবাদিকেরা, তারা বলছেন মিসেস ক্লিনটন হোটেলের ভেতরে অবস্বথান করছেন।

আর তার সমর্থকেরা যেখানে জড়ো হয়েছেন সেখানে এখন নেতৃত্ব দিচ্ছেন মিসেস ক্লিনটনের ক্যাম্পেইন ম্যানেজার।

উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিভিন্ন রাজ্যের ফলাফল প্রকাশিত হচ্ছে। এতে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটনের মধ্যে কারোরই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে না। এক প্রার্থী এগিয়ে

গেলে কিছু সময়ের মধ্যেই অপরজন তাকে ধরে ফেলছেন। প্রেসিডেন্ট হতে ৫০টির রাজ্যের মধ্যে মোট ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৬৪টিতে জয় পেয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৫টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২১৫টি ভোট।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে