বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৫:০৪:২৬

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন ভ্লাদিমির পুতিন

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : জল্পনার অবসান! হাড্ডাহাড্ডি লড়াইও শেষ। অবশেষে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। পরাজিত হলেন হিলারি ক্লিন্টন। ট্রাম্পের এই জয়কে স্বাগত জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সঙ্গে কাজ করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন মার্কিন-রুশ সম্পর্ককে গুরুতর পর্যায় থেকে বের করে আনতে পরস্পর কাজ করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। পুতিন বলেন, উভয় দেশ ও বিশ্ব সম্প্রদায়ের স্বার্থে গঠনমূলক আলোচনা করতে হবে।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে