আন্তর্জাতিক ডেস্ক : একদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। আর অপরদিকে ভারতের আচমকা ৫০০/১০০০ টাকা বাতিলের জের। এই জোড়া ফলায় শেয়ারবাজার মুখ থুবড়ে পড়ায় লাফিয়ে বাড়লো সোনার দাম। প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৩১,৭৫০ টাকা। গত ৩ বছরে সর্বাধিক ৯০০টাকা দাম বাড়লো সোনার। খবর ইন্ডিয়া টাইমসের।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জয়ে শুধু উপমহাদেশ নয়, বিশ্বজুড়ে পতন দেখা দিয়েছে শেয়ারবাজারে। বুধবার বাজার খুলতেই জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ায় এক লাফে নেমে যায় শেয়ারসূচক। সেনসেক্সের সূচকও নেমে যায় ১৬০০ পয়েন্ট। তারই জেরে সোনার দাম এতটা বেড়ে গিয়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি