আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প বা হিলারি ক্লিনটন কাউকেই ভোট দিলেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং তার স্ত্রী লরা। খবর এবিপির।
সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি বা রিপাবলিকান ট্রাম্প- দুজনের কাউকেই ভোট দেননি তারা।
গুজব ছড়িয়েছিল, বুশের ভোট যাবে ক্লিনটনের পক্ষেই। কিন্তু তার মুখপাত্র খোলসা করে কিছুই জানাননি। তিনি বলেন, বুশ হিলারিকেও ভোট দেননি, ক্লিনটনকেও ভোট দেননি। অর্থাৎ কার পক্ষে ভোট গিয়েছে, সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলেননি, বা কিছু অস্বীকারও করেননি।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি