আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে জেলে পুরবেন। কাঙ্খিত জয়ও পেয়েছেন তিনি। তাই এখন প্রশ্ন ওঠছে, এখন সত্যিই কি হিলারিকে জেলে পুরবেন ট্রাম্প?
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, ভোটে জিতলে হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি খতিয়ে দেখতে একজন বিশেষ কৌসুলী নিয়োগ করবেন তিনি। কারণ হিলারির উচিত জেলে থাকা।
এখন জয়ের পর ট্রাম্প শিবিরে যে উল্লাস হচ্ছে, সেখান থেকে কেউ কেউ শ্লোগান দিচ্ছেন- ‘তাকে (হিলারি) জেলে পোরো।’
তবে বিজয় ভাষণে ট্রাম্প তার বক্তব্যে হিলারি ক্লিনটনকে জেলে পোরার ব্যাপারটি উল্লেখ করেননি। উল্লেখ করেননি, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী ঠেকাতে তার অভিপ্রায়টিও। এমনকি মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয় নিয়েও কিছু বলেননি।-আরটিভি
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস