আন্তর্জাতিক ডেস্ক: কে বলবে এই তিনি সেই তিনি ! ছিপছিপে কিশোর৷ যে কোনও সময় যে কোনও যুবতীর হার্টথ্রব ! সেনা স্কুলের ছাত্রকে দেখে চোখ ফেরানো মুশকিল ছিল৷ ১৩ বছর বয়সে স্কুল ছাড়তে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে৷ কারণ আচরণে অসঙ্গতি৷ এরপর ভর্তি হন নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে৷ সামরিক নিয়মে বাঁধা পড়ে তাঁর কৈশোর৷ ধীরে ধীরে ট্রাম্প সেই জীবনে অভ্যস্ত হয়ে পড়েন৷ ষাটের দশকে মিলিটারি স্কুলের দিনগুলোর তাঁর কাছে উজ্জ্বল স্মৃতি৷
এভাবেই খেলার মাঠে নেমে পড়েন৷ রাগবিতে পারদর্শী ছিলেন৷ বন্ধুদের সঙ্গে তাঁর এই ছবি তোলা মিলিটারি একাডেমিতেই৷ সুঠাম চেহারার অধিকারী ট্রাম্প মহিলা মহলেও জনপ্রিয় হয়ে ওঠেন৷
আবার মিলিটারি একাডেমির মধ্যমণি ছিলেন৷ সামরিক পোশাকে সজ্জিত ট্রাম্পের মার্চপাস্টের ছবি এখন দুনিয়া জুড়ে ভাইরাল৷
সময় পেরিয়েছে নিজের নিয়মে৷ নিউইয়র্ক মিলিটারি একাডেমি ছেড়ে পরবর্তী সময়ে ধনকুবের মার্কিন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ট্র্যাম্প৷ বিখ্যাত তাজমহল ক্যাসিনোর মালিক হিসেবে গর্বিত ছিলেন৷ যদিও বিখ্যাত এই ক্যাসিনো এখন বন্ধ৷
বয়স বেড়েছে৷ মিলিটারি স্কুলের সেই কিশোরের চেহারা ভারি হয়েছে৷ নিজেই নিজের ছবি দেখে মুগ্ধ হন ট্র্যাম্প৷ যেমনটা মুগ্ধ হতেন তাঁর প্রেমিকা ও বান্ধবীরা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন৷ বিতর্কিত মন্তব্য করে বিখ্যাত হয়েছেন৷ সেই রিপাবলিকান রাজনীতিক ট্র্যাম্পের উক্তি-মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন আঙ্গিকে গড়ব৷-কলকাতা২৪
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস