বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৮:১৮:৩৬

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ

আন্তর্জাতিক ডেস্ক : টানটান উত্তেজনার লড়াই শেষ। হিলারিকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ পাক-সরকারের প্রতি ট্রাম্পের মনোভাব মোটেও মধুর নয়। গত জুলাইতেই পাকিস্তানকে ঠুকে টুইট করেছিলেন ট্রাম্প।

লিখেছিলেন, ‘‌ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীকে ছ’‌বছর ধরে আশ্রয় দিয়েছিল যে রাষ্ট্র, তারা কবে প্রকাশ্যে ক্ষমা চাইবে?‌’‌ সেকথা মাথায় রেখেই নড়েচড়ে বসেছে পাকম্তানী রাজনৈতিক মহল। যার প্রতিফলন পড়েছে পাকিস্তানের বহুল প্রচলিত সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদনে।

তাদের দাবি, ট্রাম্পের জয়ের ফলে পাক-‌মার্কিন সম্পর্কে অবশ্যম্ভাবী ভাবে একটা ঝটকা লাগবে। পাকিস্তানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মোশারফ জাইদির অনুমান, ‘‌ট্রাম্পের মুসলিম বিরোধিতার সুরে পাকিস্তানকে ভারত বিরোধিতার সুর এবার নরম না করতে হয়!‌’‌

আবার পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আম্মার রশিদের আশংকা, ‘‌ট্রাম্পের উগ্র মনোভাবকে কাজে লাগাবে জঙ্গিরা। তারা ট্রাম্পের নানা হঠকারী কাজকর্মের দোহাই দিয়ে পাকিস্তানের মাটিতে আরও সক্রিয় হয়ে উঠবে। তাতে প্রাথমিকভাবে ক্ষতি পাকিস্তানেরই।’‌

লাহোরের নামী আইনজীবী এবং রাজনৈতিক বিশেষজ্ঞ রাজীব সাত্তার বলেছেন, ‘‌ট্রাম্পের উন্নাসিকতা এবং ইসলাম বিরোধিতা তবে ট্রাম্পের ওপরে এখনও পুরোপুরি আস্থা হারাতে নারাজ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, ‘আশা করি ‌ট্রাম্প অবিবেচকের মতো কাজ করবেন না। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত মেটাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’‌ আজকাল

৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে