বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৯:১২:১৫

ট্রাম্প ও হিলারিকে ফোন করে যা বললেন ওবামা

ট্রাম্প ও হিলারিকে ফোন করে যা বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

একইসঙ্গে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওবামা।

হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'নির্বাচনের ফলাফল এবং এই কঠিন নির্বাচন মৌসুমের পর দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কী পদক্ষেপ নেয়া প্রয়োজন বৈঠকে সেটা আলোচনা করা হবে।'

এছাড়া নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করে তার প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিনন্দন জানান প্রেসিডেন্ট ওবামা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে সব জরিপকে ভুল প্রমাণিত করে মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ২৭৮-২১৮ ভোটে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে