আন্তর্জাতিক ডেস্ক: ভারত এবং আমেরিকার মধ্যের সুসম্পর্ক, বারাক ওবামার সঙ্গে মোদীর সাক্ষাৎকারের পর আরও জোরালো হয়ে ওঠে এবং ভারতের পাশে থাকার সব রকম আশ্বাস দেয় আমেরিকা৷ ডোনাল্ড ট্রাম্পও এই মোদী ম্যাজিকে বিশ্বাসী এবং ভারতকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনিও৷ আর তা কাশ্মীর ইস্যুই হোক কিংবা জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া বার্তার বিষয়ই হোক৷
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এবার তাঁদের নির্বাচনে মোদীর সেরা মাস্টার স্ট্রোক ডায়লগ ব্যবহার করেছেন৷ ‘অব কি বার- ট্রাম্প সরকার’৷ শুধু তাই নয়, এই নির্বাচনে বাংলা ভাষায় ব্যালটও দেখা গিয়েছে, যা ভারত আমেরিকার সুসম্পর্কের অন্যতম স্বাক্ষর বহন করে৷ আমেরিকায় বেশি সংখ্যক বাঙালীদের কথা ভেবেই নির্বাচন ব্যালটে এরকম একটি ভাষা ব্যহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারতবাসী তথা বাঙালীর কাছে একটি গর্বের বিষয়৷
নিউইয়র্ক সিটির চিফ ডিজিট্যাল অফিসার, শ্রী শ্রীনিবাসন কিছু ছবি ট্যুইট করেছেন, যেখানে অন্যান্য ভাষার পাশাপাশি নিউইয়র্ক সিটির ভোটিং ব্যালটে রয়েছে বাংলা ভাষা৷ তাই ইংলিশ, স্প্যানিশ, জাপানি অথবা ম্যান্ডারিন ভাষায় আপনি দক্ষ না হলে, চিন্তার কোনও কারণ নেই, বাংলা ভাষা আপনার সমস্যা সমাধান করতে হাজির সেখানে৷-কলকাতা২৪
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এস