আন্তর্জািকিত ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'নির্বাচনের ফলাফল এবং এই কঠিন নির্বাচন মৌসুমের পর দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কী পদক্ষেপ নেয়া প্রয়োজন বৈঠকে সেটা আলোচনা করা হবে।'
এছাড়া প্রেসিডেন্ট ওবামা নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করে তার প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিনন্দন জানান।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম