আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রতিবাদ সভার কাছেই গোলাগুলির ঘটনা ঘেটেছ। এতে অন্তত পাঁচ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে আমেরিকার সিয়াটেল শহরে। ট্রাম্পের জয়ের প্রতিবাদে এদিন সিয়াটেলে আয়োজিত হয়েছিল এক প্রতিবাদ সভা।
সেখান থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটে৷ সিয়াটেল পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ রবার্ট মার্নার জানান, জমায়েতের সঙ্গে কোনও যোগাযোগ নেই এই ঘটনার। এটি কোনও ব্যক্তিগত ঝামেলার ফল।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এদিন সিয়াটেলের এক দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন ব্যক্তি৷ কিছুক্ষণ পর সেখান থেকে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়৷ আচমকা সে পিছনে ফিরে এলোপাথারি গুলি চালাতে থাকে৷ গুলিতে জখম হন পাঁচ জন। জমায়েতের কারণে কাছেই ছিল পুলিশ৷ প্রায় সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল আততায়ী৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। -সংবাদ প্রতিদিন।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম