বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০১:২৩:০৮

ভোটের পর আমেরিকাজুড়ে ট্রাম্প বিরোধী নজীরবিহীন বিক্ষোভ, মার্কিন পতাকায় আগুন

ভোটের পর আমেরিকাজুড়ে ট্রাম্প বিরোধী নজীরবিহীন বিক্ষোভ, মার্কিন পতাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

হাজার হাজার বিক্ষোভকারী এসব শহরের রাস্তায় অবস্থান নিয়েছেন।

আমেরিকার কোন নির্বাচনের ফলাফলে এরকম বিক্ষোভ নজীরবিহীন বলে বলছেন সংবাদদাতারা।

যদিও সমর্থকদের একতা আর ফলাফল মেনে নেয়ার আহবান জানিয়েছেন হিলারি ক্লিনটন এবং প্রেসিডেন্ট বারাক ওবামা, কিন্তু অনেক শহরের বাসিন্দাই তাদের ক্ষুদ্ধ মনোভাব প্রদর্শন করেছেন।

কয়েক হাজার মানুষ নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়ে অভিবাসন, সমকামী অধিকার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা করছেন।

এ সময় পুলিশ সেখানে কড়া অবস্থান নেয়।

পোর্টল্যান্ড, ওরেগনের মতো কয়েকটি শহরে বিক্ষোভকারীরা আমেরিকার পতাকা পুড়িয়েছে।

এ সময় তারা একটি আন্তঃরাজ্য মহাসড়ক অবরোধ করে রাখে।

বুধবার ফলাফল নিশ্চিত হওয়ার কিছু পরেই ক্যালিফোর্নিয়ার বার্কলে আর অকল্যান্ড শহরে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে শ্লোগান দেন, 'আমার প্রেসিডেন্ট নয়"।

পশ্চিম উপকূলের আরো কয়েকটি শহর, সিয়াটল আর শিকাগোতে ছোট আকারের বিক্ষোভ হয়েছে।

এসব বিক্ষোভে অংশ নেয়াদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী আর তরুণ ভোটাররা। -বিবিসি।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে