আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাটি ঘটেছে সিরিয়ার রাকা নগরীর কাছেই। এর আগে এই হামলায় ১৬ জন নিহতের তথ্য জানা গিয়েছিল।
বর্তমান মার্কিন নেতৃত্বাধীন জোটটি সিরিয়ায় জিহাদিদের প্রধান ঘাঁটি রাকার দিকে অগ্রসর হচ্ছে।
এ নিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, গত রাতে জোট বাহিনী রাকা থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আল-হিশায় বিমান হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, এই হামলায় ২০ বেসামরিক লোক নিহত ও অপর ৩২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ২টি শিশু রয়েছে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (সিডিএফ) এই হামলায় বেসামরিক লোকের নিহত হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। মিলিশিয়াদের এই জোটের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। এসডিএফ এর নারী মুখপাত্র জিহান শেখ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অবজারভেটরি জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন এই বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬৯টি শিশু।
১০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর