আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, এমন ভবিষ্যৎ বাণী ১৬ বছর আগেই করেছিল রম্য কার্টুন শো সিম্পসনে।
২০০০ সালে কার্টুন ছবিটির 'বার্ট টু দ্য ফিউচার' অথাৎ ভবিষ্যতের বার্তা নামে ১১তম পর্বে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয় ভবিষ্যতে ট্রাম্প প্রেডিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবর দ্য টেলিগ্রাফের।
এতে দেখানো হয়, ওভাল অফিসে উপদেষ্টাদের নিয়ে আলোচনায় বসেছেন লিসা। তিনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনীতিকে নাজুক অবস্থায় রেখে গেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের লড়াইয়ের ঘোষণার পর গত বছরও কার্টুন ছবিটির একটি পর্বে তাকে উপস্থাপন করা হয়।
রম্য কার্টুন ছবিটির লেখক ডেন গ্রিনি বলেছেন, '২০০০ সালের পর্বটি ছিল মার্কিনিদের জন্য সতর্কবাণী।'
১০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর