বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৩:৪২:০০

‘গাধা’ ট্রাম্পের জয় আমেরিকান সামাজ্যের পতন: আইএস

‘গাধা’ ট্রাম্পের জয় আমেরিকান সামাজ্যের পতন: আইএস

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। সামাজিক গণমাধ্যম ও অনলাইন চ্যাটরুমে তারা ট্রাম্পের জয় উদযাপন করেন।

একইসঙ্গে মার্কিনীতেদের সতর্ক করে আইএস বলেছে, মার্কিনিরা যেভাবে নির্বাচনকে উদযাপন করছে ঠিক সেভাবেই তাদের ধ্বংস করা হবে।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রশংসা করে আইএস জঙ্গিরা বলছে, এই ধনকুবের যখন যুক্তরাষ্ট্রে বিপর্যয় শুরু করবে ঠিক তখনই আইএস সেখানে শক্ত ঘাঁটি গড়ে তুলবে এবং আামেরিকা দখল করে নেবে।

জিহাদিরা এই নতুন প্রেসিডেন্টকে গাধা, বোকা ইত্যাদি বলে সম্বোধন করা শুরু করছে। তারা এই নির্বাচনে ট্রাম্পের জয়কে আমেরিকান সামাজ্যের পতন বলে উল্লেখ করেছে।

এক আইএস জিহাদি বলেছেন, আমরা এটা বলতে চাই যে, ট্রাম্পের মত একটা গাধা তাদের দেশে বিপর্যয় ডেকে আনবে। দিন শেষে তারা সবাই আমাদের শত্রু। তাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই আমাদের সাক্ষাৎ হবে।

বিভিন্ন গণমাধ্যমে আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা লিখেছে, ট্রাম্পের জয় আল্লাহর পক্ষ সাহায্য পাঠানোর মতো।
১০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে