আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচন বড় বালাই। ভোট পেতে কত কিছুই না বলতে হয় প্রার্থীকে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও অনেক কিছু বলেছেন। ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন তো?
মার্কিন নীতি নির্ধারকরা বলছেন, এত সহজে সবকিছু হবে না। তবে যে বাঘের পিঠে চড়ে হোয়াইট হাইসের মসনদে বসেছেন ট্রাম্প, ভাবমূর্তি রক্ষায় তার কিছু অন্তত তাকে এখনি চালু করে দেখাতে হবে। যেমন ওবামা জমানার বেশ কিছু সিদ্ধান্ত যাকে ট্রাম্প বলেছিলেন ‘বেআইনি’ তা এখনই রদ করতে হবে।
নিজের ক্ষমতা প্রয়োগ করে প্রশাসনিক খোলনলচে বদলানোর কাজ তিনি করতে পারেন সহজেই। আর অন্য প্রতিশ্রুতি যেমন আমেরিকা–মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, সকলের জন্য স্বাস্থ্য পরিষেবার বিলুপ্তির জন্য মার্কিন সংসদ কংগ্রেসের অনুমতি লাগবে। সবচেয়ে জরুরি হল ট্রাম্প–এর ভাবমূর্তি বদল। সেটা করতে হবে দ্রুত।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক চমক দিয়ে থাকেন প্রত্যেকেই। বিশেষ করে আগের প্রেসিডেন্ট যদি অন্য রাজনৈতিক দলের হন। যেমন ওবামা পূর্বতন রিপাবলিকান বুশ সরকারের ভ্রুণ গবেষণা নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিল করে অর্থ সাহায্য করার নির্দেশিকায় সই করেছিলেন। আজকাল
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি