বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৬:০৮:১৫

টাটা গোষ্ঠীর প্রধানের দায়িত্বে প্রথম মুসলিম ব্যক্তি!

টাটা গোষ্ঠীর প্রধানের দায়িত্বে প্রথম মুসলিম ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক : টাটা কনসালটেন্সি সার্ভিসের (‌টি সি এস) চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রিকে। তার জায়গায় অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে টিসিএস–এর দায়িত্ব সামলাবেন ইশাত হোসেন। নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই ওই পদে থাকবেন।

গত মাসে টাটা সন্স–এর চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয় সাইরাস মিস্ত্রিকে। সেই অপসারণ নিয়ে এখনও টাটা গাষ্ঠীর সঙ্গে সাইরাসের বাকযুদ্ধ চলছে।  একটি বিবৃতি জারি করে বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জকে টাটা গোষ্ঠী ইশাত হুসেনকে নিয়োগের কথা জানিয়েছে। দীর্ঘদিন ধরেই টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন নিশাত হোসেন। ১৯৯৯ সালের ১ জুলাই নির্বাহী পরিচালক হিসেবে টাটা সন্সে যোগ দেন তিনি। ২০০০ সালের ২৮ জুলাই অর্থ দপ্তরের পরিচালক নির্বাচিত হন। টাটা অধীনস্থ ভলটাস লিমিটেড এবং টাটা স্কাই লিমিটেডেরও চেয়ারম্যান তিনি।

টাটা স্টিল, টাটা ইন্ডাস্ট্রিজ এবং টাইটান লিমিটেড সহ টাটার অধীনস্ত বেশ কিছু শাখা সংগঠনের বোর্ডের সদস্য। ২০০৫ সালের এপ্রিল মাসে বাণিজ্য এবং ২০০৬ সালের নভেম্বর মাসে বম্বে স্টক এক্সচেঞ্জের জনস্বার্থ বিভাগে পরিচালকের দায়িত্বে আসেন। রতন টাটা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে, চার বছর আগে সাইরাস মিস্ত্রির হাতে টাটা গোষ্ঠীর দায়িত্বভার তুলে দেওয়া হয়। সাইরাসকে সরানোর পর সাময়িকভাবে চেয়ারম্যান পদে ফেরেন রতন টাটা৷ তারপরই ইশাত হোসেনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। ‌‌ আজকাল

১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে