আন্তর্জাতিক ডেস্ক : বস্তাভর্তি ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট উদ্ধার হল। ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পরের দিনই ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে বস্তাভর্তি পোড়া নোট পাওয়া যায়।
মনে করা হচ্ছে বেরিলির সিবি গঞ্জের পারসা খেডা রোডের একটি অফিসের কর্মচারিরা এই নোট পুড়িয়ে বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। নোটগুলিতে আগে টুকরো করে কেটে, তারপর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পোড়া নোটের অবশিষ্টাংশ নিজেদের কাছে জমা করেছে স্থানীয় থানা। এ বিষয়ে আরবিআই-কে জানানো হয়েছে।
এদিকে ভারতের মহারাষ্ট্রের তিতওয়ালায় ডিএনএস ব্যাঙ্কের কাছে একটি ডাস্টবিনে বস্তাভর্তি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট পড়ে থাকতে দেখা যায়। কালো টাকার সমস্যা মোকাবিলায় মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া টাইমস
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি