বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৭:২৮:২৫

প্রকাশ্যে এল মোদীর চাঞ্চল্যকর গোপন ছক!

প্রকাশ্যে এল মোদীর চাঞ্চল্যকর গোপন ছক!

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিনের পরিকল্পনা নয়। গত ছয়মাস ধরে ধীরে ধীরে ঘুঁটি সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এই পরিকল্পনা কোথাও যাতে ফাঁস না হয়ে যায় সেজন্যে সবদিক আঁটসাঁট করে বেঁধে ছিলেন খোদ মোদী নিজেই। সেই মতো মন্ত্রী পরিষদরা তো দূর অস্ত প্রধানমন্ত্রীর ঘরের বাইরেও খবরটা পৌঁছয়নি।

জানা গিয়েছে, প্রায় ছ’মাস আগে রিজার্ভ ব্যাংকের কাছে কালো টাকা উদ্ধারে বড় ধরনের কোনও পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল মোদী সরকার। তখনই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসাবে ৫০০ এবং ১০০০ টাকা প্রত্যাহার করা হবে। কিন্তু ২, ৩০০ কোটি টাকা পুনঃস্থাপিত করা মোটেই সহজ কাজ ছিল না। আর তা নিয়ে দফায় দফায় উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা সারেন মোদী। অবশ্যই তাঁর ছিলেনে একেবারে প্রধানমন্ত্রী বিশ্বস্ত লোক। কিন্তু সেই আলোচনাতেও অনেকেই মোদীর এই সিদ্ধান্তকে না মানার জন্যে রায় দেন। কিন্তু মোদী সবার সিদ্ধান্তকে কার্যত হেলায় উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন। একইসঙ্গে তাঁর কড়া নির্দেশ ছিল, বিষয়টি অত্যন্ত গোপনীয় থাকবে। এতটাই গোপনীয় যে, নিজের মন্ত্রিসভাকেও কিছু জানতে দেননি প্রধানমন্ত্রী। একমাত্র মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের আগেই ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের কথা মন্ত্রিসভার বৈঠক ডেকে সকলকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও ছিল কড়াকড়ি। বলা হয়েছিল মোবাইল যাতে কেউ না নিয়ে আসে। এমনকি, বৈঠকের পরেই কার্যত মন্ত্রীদের রুদ্ধদার রাখা হয়। জানা গিয়েছে, মোদীর এই সিদ্ধান্তে অনেক মন্ত্রীও মানতে চাননি। কিন্তু তা সত্যেও তিনি কারোর কথা শোনেননি।

এ তো গেল মন্ত্রী-আধিকারিকদের কথা। যেখানে নোট ছাপানো হয় সেখানেও ছিল গোপনীয়তা। কেন্দ্রীয় বাজেট যে প্রেসে ছাপানো হয়, সেখানেই গোপনে বিজ্ঞপ্তি ছাপানো হয়। খুব কম সংখ্যক আধিকারিক এই খবর জানতেন। তাঁদেরও একপ্রকার আটক করে রাখা হয়েছিল। এমনকি, হঠাত করে গত কয়েকমাস আগে নোট ছাপানোর ক্ষেত্রেও ছিল তাড়াহুড়ো। কারন, প্রধানমন্ত্রী বুঝেছিলেন হঠাত করে নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষ বিপাকে পড়বেন। সেই কারণে যাতে সবার কাছে নতুন নোট পৌঁছে দেওয়া যায় সে কারণে জরুরি ভিত্তিতে বেশি নোট ছাপানোর নির্দেশ ছিল। তা ছিল অন্তত গোপনে,। সব মিলিয়ে রাজনৈতিক কারবারিদের বক্তব্য, কালোটাকার উপর যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন মোদী, তাতে একেধারে ছিল যেমন গোপনীয়তা, তেমনই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনাও।-কলকাতা২৪
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে